মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ৩৫ টি পরিষেবা নিয়ে আজ ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে পুনরায় শুরু হচ্ছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

দুয়ারে সরকার, এবারও বুথে বুথে। দুয়ারে সরকারে নতুন একটি পরিষেবা চালু করা হলো পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হলো শ্রমিক ভাতা। মূলত গ্রাম বাংলার বহু পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে দেশের বিভিন্ন প্রান্তে পরিচয় শ্রমিক হিসেবে কাজ করে থাকে। সেই পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই শ্রমিক ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাশাপাশি বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।পুনরায় দুয়ারে সরকারের ক্যাম্পে লোকজনদের ভিড় ছিল চোখে পড়ার মত।

এ বিষয়ে বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুনরায় দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল বংশীহারী ব্লকের বিভিন্ন জায়গায়। মোট ৩৫ টি প্রকল্পের সুযোগ সুবিধা এলাকার মানুষজনদের দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যা আগামী দিনেও লোকজনদের সুবিধার্থে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *