মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে নজর কাড়ল বালুরঘাটের সতীর্থ। চিকিৎসক হবার লক্ষ্য নিয়েই এগোবে ভবিষ্যৎ পড়াশুনা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৮ মে ——-— সকলকে তাক লাগিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নজর কাড়ল বালুরঘাটের সতীর্থ। শুক্রবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের তরফে রাজ্যের সেরা মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম প্রকাশ হতেই খুশির হাওয়া বালুরঘাটের সংকেত পাড়া এলাকায়। বালুরঘাট কোয়েড কলেজের অধ্যাপক ডঃ সুমিত কুমার সাহার ছেলে সতীর্থ সাহা এবারে মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে। তার প্রাপ্ত নাম্বার ৬৮৭। বালুরঘাট হাই স্কুলেই পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা করেছে সতীর্থ। প্রথম থেকেই চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা শুরু করে সতীর্থ। প্রতিটা বিষয়েই একজন করে গৃহ শিক্ষক ছিল তার। যদিও এই রেজাল্ট প্রত্যাশিতই ছিল তার পরিবারের কাছে। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে পরিচিত সতীর্থ। পড়াশুনার ফাঁকে বই পড়া তার অন্যতম ইচ্ছে।

সতীর্থ সাহা বলেন, আশা করেছিলেন এমনটাই ফলাফলের। আগামীতে চিকিৎসক হবার লক্ষ্য নিয়ে পড়াশুনা এগিয়ে নিয়ে যাবেন। তার এই রেজাল্টের পিছনে স্কুলের শিক্ষক, বাবা মা ও গৃহশিক্ষক প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে।

সতীর্থর বাবা ডক্টর সমিত কুমার সাহা বলেন, ছোট থেকেই সে পড়াশুনায় ভালো ছিল। তার এই রেজাল্ট সকলেই আশা করেছিল। এদিন এমন ফলাফলের খবরে সকলেই উচ্ছ্বসিত হয়েছে। আগামীতে ছেলের ইচ্ছে নিয়েই পড়াশুনা এগিয়ে নিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *