মাথাভাঙ্গা :- মাথাভাঙ্গা শহরে এক আলু ব্যবসায়ীর দোকান সিল করলো প্রশাসন। এদিন মহকুমা শাসকের নেতৃত্বে মাথাভাঙ্গা বাজারে অভিযান চালান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। কালোবাজারীর অভিযোগে এবং সঠিক কাগজ পত্র ছাড়া ব্যবসা করায় দোকানে তালা ঝুঁকিয়ে দিল প্রশাসন।পাশাপাশি ৫০ কেজির মতো আলু বাজেয়াপ্ত করেছে।মহকুমা শাসক জানান কালবাজারির অভিযোগ পেয়ে বাজারে অভিযান চালানো হয়। গোপাল সাহা নামে এক আলু ব্যাবসায়ী সঠিক কোনো কাগজ পত্র না থাকায় তার দোকান সিল করা হয়েছে।
যদিও ওই ব্যাবসায়ীরা দাবি তার সমস্ত কাগজ পত্র রয়েছে কিন্তু তার কাছে নেই।দু একদিন সময় দিলে দেখাতে পারতেন।দোকান বন্ধ করে দিয়েছে বলে জানান।

