কোচবিহার :- বর্তমানে শিক্ষক মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ।
জানা যায় এদিন কলেজে সঠিক সময় শিক্ষকদের আশা কলেজের পঠন-পাটন ঠিকঠাক ভাবে হবার সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কলেজ গেটের সামনে প্রথমত অবস্থান বিক্ষোভ করে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। পরবর্তী তারা কলেজের অধ্যক্ষ কে একটি স্মারকলিপি প্রদান করতে যায় । অভিযোগ স্মারকলিভি প্রদান করার সময় এই ঘটনা ঘটে। ইতিহাস বিভাগের শিক্ষক আমজাদ হোসেন অভিযোগ, এদিন তিনি প্রথমে কলেজে আসতে গেলে সেই সময় কলেজ গেটের সামনে থাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তী তারা যখন স্মারকলিপি প্রদান করতে আসেন সেই সময় কিছু কথা নিয়ে তার ওপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলে অভিযোগ ওঠে।
মাথাভাঙ্গা কলেজে অধ্যক্ষ ডক্টর দেবাশীষ দত্ত বলেন মারধরের কোনো ঘটনা ঘটেনি কথা কাটাকাটি হয়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলার সহ-সভাপতি বসুন রায় বিশ্বাস বলেন তিনি যে অভিযোগ করছেন সেটা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।

