মাত্র তিন মিনিট আট সেকেন্ডে ১২৭টি শব্দ অনুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম গঙ্গারামপুরের নার্সারি ছাত্রীর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

,২০ আগস্ট, দক্ষিণ দিনাজপুর————-———-মাত্র ৩ বছর ৪ মাস বয়সে ইংরেজি থেকে বাংলায় ১২৭টি শব্দ মাত্র ৩ মিনিট ৮ সেকেন্ডে অনুবাদ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল গঙ্গারামপুরের শিশু আখি বিশ্বাস। তাকে ‘আইবিআর অ্যাচিভার’ খেতাবে ভূষিত করেছে সংস্থা।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরের বাসিন্দা আখি বিশ্বাস গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড নার্সারির ছাত্রী। পরিবারের সূত্রে জানা গেছে, আখির জন্ম ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি। অল্প বয়সেই এই অনন্য দক্ষতা প্রদর্শনের জন্য গত ২৮ জুন ২০২৫ তারিখে তার সাফল্য নিশ্চিত করে দিল্লি থেকে সংস্থাটি। স্বাধীনতা দিবসের দিন (১৫ আগস্ট) আখির পরিবার ও স্কুল কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে চিঠি ও সম্মাননা পাঠানো হয়।

আখির বাবা সঞ্জীব বিশ্বাস ও মা নীলিমা শীল বিশ্বাস বলেন, “মেয়ের এই সাফল্যে স্কুল কর্তৃপক্ষের বিশেষ অবদান রয়েছে। আমরা কৃতজ্ঞ এমন সম্মান দেওয়ার জন্য।”

আখির স্কুলের কর্ণধর ড. অসীম ঘোষ জানান, “স্কুলের ছাত্রীর এমন সাফল্য নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *