গঙ্গারামপুর,২২ ডিসেম্বর : ———————-মাতৃভূমি,মাতৃভাষা দিবস পালন করা হল আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। গঙ্গারামপুর স্টেডিয়ামে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সিধু কানু প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সেঙ্গেল অভিযানের জেনারেল সেক্রেটারি মোহন মুর্মু,মালদা জোন ত্র্যাসিটেন্ড হেড বিভূতি টুডু,দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মার্ডি,সেঙ্গেল জেলা পারগানা বিক্রম মুর্মু,সারনা ধর্ম সভাপতি বেলাকু টুডু প্রমুখ। এদিন একগুচ্ছ দাবি তুলে ধরা হয়।

