বালুরঘাট, ৩ ডিসেম্বর ——— বালুরঘাটে খেলার ময়দানে অস্থিরতা অব্যাহত। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি নিয়ে ফের নতুন বিতর্ক। ‘মাঠে ময়দান’ নামে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলে এবারে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হল সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমি। সোমবার রাতে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ জানায় সিংহ ইন্ডিয়ান্স। তাদের দাবি, গত ১৪ সেপ্টেম্বর থেকে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটি গঠন নিয়ে একাধিক বিরোধ ও উত্তেজনা ছড়ায়। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য খেলার মাঠ দখল করতে ষড়যন্ত্রও শুরু করেছে বলে অভিযোগ তোলে ওই সংস্থা। যা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে ‘ঘুঘুর বাসা’ আখ্যা দিয়ে গোটা বালুরঘাট শহরজুড়ে পোস্টারও পড়ে।
এরই মাঝে ২৬ নভেম্বর ‘মাঠে ময়দান’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, জেলা ক্রীড়া সংস্থায় কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পোস্টে উল্লেখ করা হয় কমিটির সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীদের নাম। শুধু তাই নয়, ওই ফেসবুক পেজ থেকে আরো দাবি করা হয় এই কমিটি খেলার পরিবেশে শান্তি ফেরাবে। যা প্রকাশ্যে আসতেই এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে সিংহ ইন্ডিয়ান্স। সংস্থার দাবি, ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
এই ঘটনাকে ঘিরেই জেলা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ক্রীড়াপ্রেমীদের একাংশ বলছে, ক্রীড়াঙ্গনে রাজনীতির ঢেউ আসলে ক্ষতি করছে তরুণ প্রতিভাদের। এদিকে এই লিখিত অভিযোগ জমা পড়ার পরেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে এই বিতর্কের জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।
সিংহ ইন্ডিয়ান্স ক্রিকেট একাডেমির পক্ষে শুভ কুমার ঘোষ বলেন, ভুয়ো খবর ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে মাঠে ময়দান নামে ওই ফেসবুক পেজটি। কোন খারাপ উদ্দেশ্য নিয়েই এই কাজটি করছে, যারা একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে খেলার মাঠে। অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা।

