মাটি খননে পুকুর থেকে উদ্ধার প্রাচীনতম পাথরের মূর্তি

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

মালদা জেলার গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের দৈহিল- মহিল গ্রামে একটি পুকুর জিসিবি দিয়ে খননের সময় প্রাচীনতম একটি কুষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়। পাথরের মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দৈহিল গ্রামে এলাকায় । গ্রামবাসীদের মধ্যে হইচই পড়ে যায় এরপর ওই পাথরের মূর্তিটিকে গ্রামবাসী সকলে মিলে মার্শাল চালিয়ে ডিপ মার্শালের জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। এরপর গাজোল থানায় প্রশাসন মূর্তি উদ্ধারের খবর পেতেই , তড়িঘড়ি ঘটনা স্থানে গিয়ে ওই কুষ্টি পাথরের প্রাচীনতম মূর্ত প্রতিমাকে উদ্ধার করে নিয়ে আসে গাজোল থানার । জানা যায় ওই কুষ্টি পাথরের মূর্তিটি কেউ কেউ বলছেন মা দুর্গার মূর্তি, আবার কেউ বলছেন বিষ্ণুর মূর্তি , অথচ দেখা গেছে সেই কষ্টিপাথরের প্রাচীনতম মূর্ত চার পাশে রয়েছি বিভিন্ন দেব-দেবী যেমন লক্ষী গণেশ , সরস্বতী নারায়ণ, বিষ্ণু এই ধরনের অনেক মূর্তি রয়েছে। পাথরের মূর্তিটি আনুমানিক উচ্চতা ৩ ফিট , প্রাচীনতম কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের ঘটনাটি ঘটে বৈকাল এদিন রবিবার বৈকাল পাঁচটা নাগাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *