মাটিগাড়ায় পরিবহণ নগরে আইটি পার্কের কল সেন্টারের আড়ালে চলছিল অবৈধ কাজ।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মাটিগাড়া:==  থানার পুলিশ ও এস ও জির যৌথ অভিযানে সাফল্য।ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই অবৈধ কল সেন্টারের ম্যানেজার আনসার আলি সহ আরও একজনকে।পুলিশ সূত্রে খবর,ওই কল সেন্টারে বিদেশে ও দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার ফাঁদ পেতে থাকেন তারা।কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাতো এই অবৈধ কল সেন্টার।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর জানান,গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চলে।ভুয়ো কল সেন্টার থেকে দুজনকে গ্রেফতার করা হয়।মূলত প্রতারণা চক্র হিসেবে কাজ করছিল ওই কল সেন্টারটি।

Balancing your hormonal agents can lead депантен гел to reduced stress degrees as well as enhanced cognitive feature.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *