মাঝে মাঝেই অশান্তির ঘটনা ঘটছে শিলিগুড়ি পৌরনিগমের ৩১নম্বর ওয়ার্ডে।সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটছে শক্তিগড়ে।রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে।মাঝে মাঝেই ঘটছে হামলার ঘটনা।এই ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি তুলেছে বিজেপি।আর এই কারণেই ভারতীয় জনতা পার্টির ডাব গ্রাম ফুলবাড়ী ৩নম্বর মন্ডলের অন্তর্গত ৩১নম্বর ওয়ার্ড থেকে আজ এনজেপি থানাতে গণ ডেপুটেশন দেওয়া হয়।এই কর্মসূচিতে আজ ১৯ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।ডাবগ্রাম ফুলবাড়ীর ৩নম্বর মন্ডলের কার্যকর্তা সহ ৩১ ও ৩৫ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের উপস্থিতিতে আজ নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি প্রদান করা হয়।নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত PWD মোড় এর বাজারের পেছনে জমায়েত করে সবাই এসে পৌঁছান নিউ জলপাইগুড়ি থানায়।এরপর থানায় এসে নিউ জলপাইগুড়ি থানার আধিকারিকদের হাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি তোলেন বিজেপির নেতা ও কর্মী সমর্থকরা।

