কোচবিহার : মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন সাজা দিল কোচবিহারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনশ জাজ রুদ্রপ্রসাদ রায়। সাজাপ্রাপ্ত আসামীর নাম মিঠুন সরকার(৩২)। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গত ২০২৩ সালের জুন মাসে পুন্ডিবাড়ি থানার সাজেরপাড় কাঠাল বাড়ি গ্রামে মা বাসনা সরকারকে খুন করে বাড়ি থেকে ১০০ মিটার দূরে মাটির নীচে পুতে রাখে ।এই ঘটনায় অভিযুক্ত ছেলে মিঠুন সরকার কে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। সেই মামলায় এদিন সাজা ঘোষণা করা হল।

