মালদা-————–—–মহানন্দায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার দুপুরে। শহরের নিউ বাঁশবাড়ি এলাকায় এদিন দুপুরে মহানন্দা সেতুর কাছে মহানন্দায় এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে ইংলিশবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। এদিন দেহ উদ্ধারের সময় প্রচুর মানুষ ভিড় জমান। মৃতের নাম ও পরিচয় জানানর চেষ্টা চালাচ্ছে পুলিশ। খুন না আত্মহত্যা-পুলিশ তদন্ত করে দেখছে।

