মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জামবাড়ী এলাকায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকদের নাম অমিত দাস (২৬) ও সুরজিৎ মণ্ডল (২৪)। এদের দুই জনের বাড়ি বুনিয়াদপুর শহরের দুই নম্বর ওয়ার্ড বড়াইল এলাকায়। অমিত দাস দোকান ব্যাবসায়ী ও সুরজিৎ মণ্ডল ছিল রঙের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র দশ দিন আগে বাইক কিনেছিল সুরজিৎ। সোমবার রাত্রি ৯ টা নাগাদ সেই বাইকে তেল ভরানোর উদ্দেশে বেরিয়েছিল দুই যুবক। জামবাড়ি পেট্রল পাম্পে তেল ভরিয়ে বাড়ি ফেরার পথে বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুরের দিকে একটি পিকাপের সামনে চলে আসে বাইক আরোহীরা। ঘটনায় মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের সঙ্গে পিক্যাপের। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রসিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কমল মালাকার ও চন্দন সরকার জানিয়েছেন নতুন বাইক নিয়ে তেল ভরতে গিয়েছিল বংশীহারী জমবাড়ি এলাকায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাইক এর সঙ্গে পিকাপ ভেনের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক জানান দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুই জনের বাড়ি ২ নম্বর ওয়ার্ড বড়াইল এলাকায়। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *