মালদা:————-— মন্ত্রীর কনভয় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে গেলো টোটো। তড়িঘড়ি গাড়ি থেকে নেমে উদ্ধার কাজে হাত লাগালেন খোদ মন্ত্রী। ভাইরাল সেই ভিডিও।
ঘটনায় আহত টোটো চালক এবং এক মহিলা যাত্রীকে উদ্ধার করে পাঠানো হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার সাতটারি এলাকায়। জানা গেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকা থেকে একটি টোটো তে করে টোটো চালকসহ ২ যাত্রী অমৃতির দিকে যাচ্ছিলেন। যাওয়ার সাতটারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায় টোটোটি। ঠিক সেই সময় টোটোটির পেছনে ছিল রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের কনভয়। কনভয় থামিয়ে টোটোতে থাকা আহত যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা গেছে আহত টোটো যাত্রীর নাম সুমি সরকার, বয়স (২২) বছর বাড়ি ইংরেজবাজার থানার কামাত বলরামপুর এলাকায় এবং আহত টোটো চালকের নাম লক্ষণ মন্ডল, বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা চাঁদপাড়া এলাকায়। আহত দুজনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

