গঙ্গারামপুর ৩১শে জুলাই দক্ষিণ দিনাজপুর :—————-– মনিপুর রাজ্যে শান্তির মৌন পথযাত্রা হল।এদিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্যাথলিক চার্চ রাজীবপুর মিশনের তরফে এমন বিরাট মৌন মিছিলের আয়োজন করা হয়।যে মিছিলটি ওয়ার্ডের পাশাপাশি শহর জুড়ে বিভিন্ন ওয়ার্ডের পথযাত্রা করে।মিছিলে একাধিক খ্রিস্টান ধর্মীয় মানুষজনেরা উপস্থিত ছিলেন। – গঙ্গারামপুর পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্যাথলিক চার্চ রাজীবপুর মিশনের তরফে মৌন মিছিলটি বের হয়।যা ১৫নম্বর ও ১৮নম্বর ওয়ার্ডের পাশাপাশি গঙ্গারামপুর হাইরোড, মিশনমোড় পরিক্রমা করে। মোমবাতি জ্বালিয়ে মণিপুরে শান্তির বার্তা দেন খ্রিস্টান ধর্মীয় ভক্তরা।সেখানে খ্রিস্টান ধর্মীয় ভক্ত জয়ন্ত কুমার দাস, রাজীবপুর চার্চের ফাদার জন কেনেডি, ফাদার ব্যাকটিস মুর্মু, সিস্টার সবিতা,সিস্টার জেসি, খ্রিস্টান ভক্ত আলবিনুস হাসদা, সুব্রত মুর্মু, দেবব্রত মুর্মু, মানুয়েল রুনিয়া, দীনেশ হেমরম, রাজা দাস সহ আরো অনেকেই। মোমবাতি মিছিলে প্রায় হাজার খানেক খ্রিস্টান ধর্মীয় ভক্তরা কয়েকটি ওয়ার্ডের পাশাপাশি গঙ্গারামপুর হাইরোড পরিক্রমা করে আবার চার্চে শেষে শেষ করে।
খ্রিস্ট ধর্মীয় ভক্ত জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, আমরা সব সময় শান্তির পক্ষে। মনিপুরের এই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে খ্রিস্ট ধর্মীয় ভক্তরা মৌন মিছিলের আয়োজন করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন সেখানে শান্তি ফিরে আসুক। প্রায় এক হাজারের মতো খ্রিস্ট ভক্তরা এমন মৌন মিছিলে পা মেলান।

