কালিয়াচক থানার গুদুয়া গ্রাম বাঁধের কাছে লিচু বাগানে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশের কাছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে আনুমানিক বয়স ৩৫ বছর। নাম পরিচয় জানা যায়নি। সনাক্ত করতে পারা যায়নি। এলাকার মধ্যে কোথাও কারো এলাকায় যদি কেউ নিখোঁজ থাকে সেটা জানার চেষ্টা করছে । পুলিশ নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।

