গঙ্গারামপুর ১৩ জুন দক্ষিণ দিনাজপুর : ———পথ দুর্ঘটনায় মৃত হল ২জনের। ঘটনায় গাড়িতে থাকা আরো ৩ জন গুরুতর আহত হয়।ভ্রমন করে নিজেদের গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে এমন সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই এলাকায়।দুটো গাড়িতে বেশ কয়েকজন থাকলেও একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে এমন ঘটনা ঘটে।সেখানেই বালুরঘাটের দুই যুবক ব্যাবসায়ীর মৃতদেহ দুটি মঙ্গলবার পুলিশ উদ্বার করার পাশাপাশি ঘাতক গাড়িটিকে উদ্বার করেছে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকাজুড়ে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে,মৃতদের নাম প্রশান্ত সূত্রধর(৩৮)বছর,তার বাড়ি বালুরঘাটের খিদিরপুর(পালপাড়া)।সে পেশায় সোনার দোকানের ব্যাবসায়ী ছিলেন। ও বাকী আরো একজনের মৃত হওয়া যুবকের নাম সুবীর গুহ(৩৯)বছর।তার বাড়ি বালুরঘাটের দিপালী নগরে।তিনিও পেশায় ব্যাবসায়ী ছিলেন। ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়।মৃতদের পরিবার সূত্রে খবর,কয়েকদিন আগে বালুরঘাট থেকে মৃতদের দুটি পরিবার নিয়ে ভ্রমনে গিয়েছিল বাইরে।সোমবার গভীররাতে ভ্রমন শেষ করে রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুর থানার নারই এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে দুজনের মৃত হয়।ঘটনায় আহত হয় আরো তিনজন।খবর যায় গঙ্গারামপুর থানায়।রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটি উদ্বার করে থানায় নিয়ে আসে। মৃতের দুই আত্ময় জানিয়েছেন,ভ্রমনে গিয়েছিল দুটি পরিবার ।বাড়ি ফেরার পথে নারই এলাকায় এমন ঘটনা ঘটলে দুজনের মৃত্যু হয়।আহত হয়েছেন আরো ৩জন।তাদের রায়গঞ্জ ও শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমন ঘটনা যে ঘটে যেতে পারে ভাবতেই পারছি না। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে ,মৃতদেহ দুটি উদ্বার করে বালুরঘাট মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বিষয়টি তদন্ত করছে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

