তপন,২৬ জুন :——— ভোটের দিন যত এগিয়ে আসছে।রাজনৈতিক দলের প্রার্থীদের ব্যস্ততা তুঙ্গে উঠছে। নাওয়া খাওয়া ভুলে রাতদিন এক করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারতে হচ্ছে। সেই মত তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের কমলপুরে প্রচার চালালেন পঞ্চায়েত সমিতির প্রার্থী রাব্বানী বিবি। তিনি সরকারি প্রকল্প গুলি তুলে ধরে বাড়ি বাড়ি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। বয়স্কদের প্রনাম করেও ভোট চাইতে দেখা যায় তাকে। পাশাশাশি ছোটদের স্নেহ ভালোবাসা দেন। তার সঙ্গে প্রচারে পা মেলান তৃণমূল নেতা খলিল সরকার
অপর দিকে তপনের নধন গ্রামে প্রচার করেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী হোসেন আলি সরকার। তিনিও বাড়ি বাড়ি ভোট প্রচার করেন।

