ভিন রাজ্য কাজে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ২৭ সেপ্টেম্বর :—–ভিন রাজ্য কাজে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। আর এই ঘটনার পিছনে অভিযুক্ত স্বামীর পরকীয়া সম্পর্কে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। বুধবার সকালে মালদার চাচোল মহকুমার রতুয়ার গ্রামের বাড়িতে মৃত মহিলার কফিন বন্দিদেহ পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। যদিও এই ঘটনার পর ওই মৃত গৃহবধূর স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মৃত গৃহবধুর পরিবার পুলিশকে অভিযোগে জানিয়েছেন, মৃত মহিলার নাম তোসনারা খাতুন (২৭)। মৃত গৃহবধূর বাড়ি রতুয়া থানার কদমতলী এলাকায়। প্রায় পাঁচ বছর আগে পাশের গ্রাম হরিপুরের বাসিন্দা ইব্রাহিম শেখ নামে একৎব্যক্তির সাথে বিয়ে হয় ওই মহিলার। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে ওই গৃহবধুর উপর অত্যাচার করতো স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা। বেশ কিছুদিন আগে ইব্রাহিম শেখ তার স্ত্রী তোসনারাকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরেতে কাজে যায়। গত ২২ সেপ্টেম্বর ওই গৃহবধূর পরিবারের লোকেরা ফোন মারফত জানতে পারে তোসনারার ব্যাঙ্গালোরের ভাড়াবাড়িতে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। এরপরই মৃত গৃহবধুর পরিবার ব্যাঙ্গালোরে গিয়ে তোসনারর দেহ পুলিশি সাহায্য নিয়ে মালদার গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
মৃতের পরিবারের অভিযোগ, তাদের বাড়ির মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পিছনে অভিযুক্ত ইব্রাহিম শেখের পরকীয়া সম্পর্কে জড়িত থাকার বিষয়টি যুক্ত রয়েছে। পুরো বিষয়টি নিয়েও অভিযুক্তের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *