ভারত-বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার কে ঘিরে উত্তেজনা। এলোপাথাড়ি গুলি বিএসএফের, আটক তিন বাংলাদেশী পাচারকারী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

, বালুরঘাট, ৬ ফেব্রুয়ারী ——— সীমান্তরক্ষী বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার ভারত-বাংলাদেশ সীমান্তে। এলোপাথাড়ি গুলি বিএসএফের। উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া এলাকায়। ঘটনায় বেশ কিছু ফেনসিডিল সহ তিন বাংলাদেশী পাচারকারীকে বিএসএফ জওয়ানরা আটক করতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে এক বাংলাদেশী। যদিও গুলি চালানোর বিষয় অস্বীকার করেছে বিএসএফ। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, ধৃত ওই বাংলাদেশীরা হল আনিদুল ইসলাম, আলম মন্ডল ও মহম্মদ ইনাল কবিরাজ। যাদের কাছ থেকে তিনটি মোবাইল সহ ১১৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে বিএসএফ। মঙ্গলবার ধৃত বাংলাদেশীদের বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পরেই তুলে দেওয়া হয়েছে বালুরঘাট থানার পুলিশের হাতে।

বিএসএফ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এদিন ভোর রাতে আচমকায় বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে কেপে ওঠে। যাকে ঘিরে কার্যত আঁতকে ওঠেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যেখান থেকেই আটক করা হয়েছে ওই তিন বাংলাদেশীকে। যাদের কাছ থেকে বেশকিছু নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা যায়, এদিন ভোররাতে সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে কাটাতারের ওপার দিয়ে ফেন্সিডিল পার করতে উদ্যত হয় বাংলাদেশী পাচারকারীরা। যেসময় কাঁটাতারের ওপারে থাকা সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। ঘটনার পর তিন বাংলাদেশী পাচারকারীকে বিএসএফ আটক করতে সক্ষম হলেও একজন পালাতে সক্ষম হয়েছে। যাদের কাছ থেকে নিষিদ্ধ কাফ সিরাপ, ভারত ও বাংলাদেশের বেশকিছু টাকা, মোবাইল সহ প্রায় ২৭ হাজার টাকার সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ। যাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ। যদিও গুলি চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিএসএফের তরফে। একইসাথে এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে তেমন কিছু বলতে চান নি বিএসএফ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *