দক্ষিণ দিনাজপুর , গঙ্গারামপুর ১৭ নভেম্বর ———-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এর তরফ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রতিবাদে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সংলগ্ন চৌপতি সিপিএম কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হলো। আগামী ৩রা নভেম্বর থেকে ইনসব যাত্রা শুরু হচ্ছে কোচবিহার থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় এই যাত্রা যাবে পরবর্তীতে ৭ই জানুয়ারি কলকাতায় ঐতিহাসিক সমাবেশ করা হবে গণতান্ত্রিক পুনরুদ্ধ করার লক্ষ্যে তারই অঙ্গ হিসাবে আজ এই কর্মীসভা করা হলো l উপস্থিত রাজ্যের প্রাক্তন যুব সম্পাদক কমরেড আভাস রায় চৌধুরী, রাজ্য যুব নেতা কমরেড রুদ্র মুখার্জী, জেলা সম্পাদক কমরেড শুভজিৎ দাস, সভাপতি কমরেড সমীরণ সাহা সহ নেতৃত্ব।
এই বিষয়ে DYFI রাজ্য সদস্য রুদ্রপ্রসাদ মুখার্জী জানিয়েছেন —– পশ্চিমবঙ্গ রাজ্যের DYFI এর আহব্বানে ও কেন্দ্র সরকার ও রাজ্য সরকার একাধিক দুর্নীতি বিরুদ্ধে এই কর্মীসভা করা হলো।

