ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ইসলামপুরে।। একবার নয় , তিনবার দুর্ঘটনা ঘটালো একটি গাড়ি। রায়গঞ্জের দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইসলামপুর রাজ্য সড়কের শিবডাঙ্গি পাড়া মোড় এলাকায় একটি ঠেলাগাড়িকে ধাক্কা মেরে সামনে গিয়েই পরপর দুবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে।। ঘটনায় আহত অবস্থায় এক দম্পতি কে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।। ঘাতক গাড়িটির চালক ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় গাড়ি রেখে পাঠিয়ে যায়।। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।

