ভয়াবহ আগুন লাগলো হিজল ফরেস্টে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ রাজ্য

ভয়াবহ আগুন লাগলো হিজল ফরেস্টে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের কাঁটাতারের বেড়ার ওপরে বিস্তীর্ণ এলাকা নিয়ে হিজল বন ।রবিবার দুপুরে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় বনে। বিষয়টি দেখতে পেয়ে হবিবপুর পুলিশ প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা । প্রথমে আগুন নিভাতে ভারত বাংলাদেশ সীমান্তের অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানে জোয়ানরা আগুন নেভাতে চেষ্টা করে কিছুক্ষণের মধ্যেই মালদা মালদা দমকল বিভাগ থেকে দুটি ইঞ্জিন ও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর দম কলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে আগুনের তীব্রতা এতটাই ছিল আগুন নেভাতে কিছুটা দেরি হয়ে যায় দমকল কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *