ভয়ঙ্কর! দাউদাউ করে জ্বলছে গমের খেত। পুড়ে ছাই কয়েকবিঘা জমির ফসল।মাথায় হাত কৃষকদের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

 

বালুরঘাট, ২৮ মার্চ— ভয়ানক দৃশ্য ! পাকা ফসল ঘরে তোলার আগেই পুড়ে ছাই কয়েক বিঘা জমির গম । বিধ্বংসী অগ্নিকান্ডে মাথায় হাত পড়েছে বেশকিছু কৃষকদের । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের শরণগ্রামের বদ্দিনাথপুর গ্রামের । অভিযোগ এদিন আচমকায় এলাকার গমের জমির নাড়ায় আগুন লাগতে দেখে স্থানীয়রা । সেই আগুনে মুহুর্তের মধ্যেই পুড়ে যায় বিঘার পর বিঘা জমির গম। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন । ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ ও দমকল বিভাগ। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে । যদিও তার আগেই আগুন নিয়ন্ত্রণ করেন সাধারণ বাসিন্দারা। কৃষকদের দাবি সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । সরকারি ভবে ক্ষতিপূরণ না পেলে তাঁদের পথে বসতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *