সম্প্রতি মুম্বইয়ের সংগঠন সুয়াধার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল আর্যভ নামে এক সংস্থা। গল্ফগ্রিনের ফেজ ৪বি কমিউনিটি হলে আয়োজিত ওই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে পরীক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন একাধিক মানুষ। হাজির ছিলেন ৯৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিও। আর্যভর সভাপতি, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘যে সংকল্প নিয়ে আমাদের সংগঠনের জন্ম, তা বহন করে নিয়ে যাওয়া আমাদের একমাত্র লক্ষ্য।’ সংগঠনের সম্পাদক চিরঞ্জীব গোস্বামী বলেন, ‘আমাদের সমাজের অগ্রগতিতে মেয়েদের স্বাস্থ্য, সুস্থতা এক অতি জরুরি অধ্যায়। সেদিকে হাত বাড়িতে দিয়ে আর্যভ তার নতুন যাত্রা শুরু করল।’

