ব্রাউন সুগার ও ফেনসিডিলের স্বর্গরাজ্য বুনিয়াদপুর পৌরসভার আট নাম্বার ওয়ার্ড রামকৃষ্ণ পল্লী। নেশা করার টাকা হাতে না পেয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। প্রতিবাদে অভিযুক্তের সঙ্গে জড়িতর ঘরবাড়ি ভাঙচুর ও বেধড়ক মারধর করা হলো অভিযুক্ত যুবককে। ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকা।
উল্লেখ্য গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিল আকাশ মালি। ব্রাউন সুগারের কারণেই আত্মঘাতী হয়েছে বলে পরিবারের লোকজনদের অভিযোগ। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করা হলো অভিযুক্ত যুবককে। জানা যায় বেশ কয়েক বছর ধরেই ড্রাগস, ট্যাবলেট, ফেনসিডিল এছাড়াও বিভিন্ন নেশা সামগ্রীর স্বর্গরাজ্য হয়ে উঠেছে বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকা। যেখানে প্রকাশ্য দিনের আলোতে প্রশাসনের মদতেই চলছে এই নেশা সামগ্রী বিক্রি। যার স্বীকার হয়ে চলেছেন প্রতিনিয়ত বেকার যুবক থেকে নাবালক যুবক-যুবতীরা বলে অভিযোগ এলাকার বাসিন্দা তথা মৃতের পরিবারের লোকজনের। মৃতের পরিবারের লোকজন তথা এলাকাবাসীরা জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে হাতের কাছেই মিলছে নেশার সামগ্রী। প্রায় দিনের আলোতেই এই নেশা সামগ্রীর মারুতি গাড়িতে করে কারবার চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরেই কুখ্যাত ব্রাউন সুগার ব্যবসায়ী শরিফুল ইসলাম, বিষ্ণু গুপ্তা, ফুচু সরকার এছাড়াও আরো অনেক রয়েছে বলে অভিযোগ। যারা প্রতিনিয়ত প্রশাসনের নাকের ডগায় এই নেশা সামগ্রীগুলি বিক্রি করে চলেছেন বলে অভিযোগ মৃতের পরিবারের লোকজনের

