গঙ্গারামপুর ১৬ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের বোড়ডাঙ্গী প্রতিকার সংঘের পরিচালনায় বোড়ডাঙ্গী ফুটবল মাঠে স্বর্গীয় স্বর্ণকমল মিত্র চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয়া বিভা মিত্র রানাস ট্রফির দিবারাত্রি ব্যাপি ফুটবল খেলায় পায়রা ও বেলুন উড়িয়ে সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি ও পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্টজনের।খেলা দেখতে মাঠে ভিড় হয়েছিল ব্যাপক। অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে উপস্থিত বিশিষ্টজনেদের বরণ করে নিয়ে আসা হয়।মাঠে প্রবেশ করতেই উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,সমাজসেবী সুভাষ ভাওয়াল,৪,৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,বোড়ডাঙ্গী প্রতিকার সংঘ ক্লাবের সভাপতি,সম্পাদক সহ বিশিষ্টজনেরা মিলে পায়রা ও বেলুন উড়িয়ে দিয়ে খেলার সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,ও গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,সমাজসেবী সুভাষ ভাওয়াল সহ বিশিষ্টজনেরা। ফুটবলে বল মেরে খেলার সূচনা করেন , গঙ্গারামপুর পুরসভায় চেয়ারম্যান প্রশান্ত মিত্র,গোল কিপার ছিলেন সমাজসেবী সুভাষ ভওয়াল। উদ্বোধক গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, প্রতিবছরই এই ক্লাবটি দারুন ফুটবল খেলার উপহার দিয়ে থাকে। এর ফলে গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ফুটবল খেলা আরো বেশি করে জনপ্রিয়তা লাভ করবে। সমাজসেবী সুভাষ ভাওয়াল জানিয়েছেন, এখানে না আসলে জানতেই পারতাম না যে,এই ক্লাবটি এত সুন্দর ফুটবল খেলা উপহার দেয়। ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের। প্রতিকার সঙ্গের দিবারাত্রি ব্যাপি ফুটবল খেলায় ফুটবল প্রেমিকদের ভিড়ও যে ব্যাপকভাবে হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

