গঙ্গারামপুর, ২৫ নভেম্বর —-– এক বেপরোয়া মালবোঝাই লরির ধাক্কায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায়। সোমবার বিকেলে লরিটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুটি গাড়িকে ধাক্কা মেরে ৫১২ জাতীয় সড়কের উপর উলটে যায়। ঘটনার জেরে মুহূর্তেই লরি বোঝাই মালপত্র ছড়িয়ে পড়ে, এবং রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।
স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, এদিন বিকেলে গঙ্গারামপুর থেকে মালবোঝাই করে নিয়ে ওই বেপরোয়া লরিটি যাচ্ছিল বুনিয়াদপুরের দিকে। পথে কাদিঘাট এলাকায় একটি গাড়িকে ধাক্কা মারবার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মালবোঝাই লরিটি। এরপর আরো দুটি গাড়িকে পরপর ধাক্কা মেরে জাতীয় সড়কের উপরে উলটে যায় মালবোঝাই লরিটি। মুহুর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় লরিতে বোঝাই সামগ্রী। ঘটনায় আহত হয় দুজন। আর যার জেরে প্রায় একঘন্ট অবরুদ্ধ থাকে বালুরঘাট -গাজোল ৫১২ জাতীয় সড়ক। যে খবর পেয়েই এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই মালবোঝাই লরির চালক। যার খোঁজে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

