ক্যাম্পের মাধ্যমে বেদিয়াদের চিহ্নিতকরণ, বেদিয়া ছাত্র ছাত্রীদের ভাতা প্রদান সহ বিভিন্ন দাবীতে আন্দোলন বালুরঘাটে । এদিন বেদিয়া সামাজিক সমিতির পক্ষ থেকে বালুরঘাটে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। বুধবার বিকেলে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেদিয়া সামাজিক সমিতির জেলা সহ সম্পাদক। তাঁর দাবি ক্যাম্পের মাধ্যমে বেদিয়া দের চিহ্নিতকরণ করতে হবে, এছাড়াও বেদিয়া ছাত্র ছাত্রীদের ভাতা প্রদান সহ ছয় দফা দাবি তুলে ধরেন তিনি । আগামীতে তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের সহ সম্পাদক গণেশ চন্দ্র মাহাত ।

