বুনো হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ স্কুল ঘড়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের সাঁতালি বস্তি এলাকায় গতকাল রাতে বুনো হাতি হানা দিয়ে শালবাড়ি আই টি ডি পি বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষ ও বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘড় ভেঙ্গে দেয়। এছড়া সাঁতালি বস্তি এলাকায় একটি ঘড় ও ক্ষতিগ্ৰস্থ করে বুনো হাতি। এলাকার বাসিন্দারা জানান হাতি হানায় তারা ক্ষতিগ্ৰস্থ ও আতঙ্কিত মাঝেমধ্যেই বুনো হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *