বুনিয়াদপুর শহরে দুইটি রাস্তার নির্মাণকাজের শিলান্যাস করলেন মন্ত্রী বিপ্লব মিত্র

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ড কইল থেকে কোইল প্রাইমারি স্কুল যাওয়ার প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিনের দাবি ছিল এই রাস্তা টি করে দাওয়ার। দীর্ঘ ৩০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা। সামান্য বৃষ্টিতে জাতাজাতের খুব সমস্যা সম্মুখীন হতে হত ওই এলাকার মানুষ জনদের। পাশাপাশি গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মূর্গামারি একটা রাস্তার সমস্যা ছিল।মন্ত্রী বিপ্লব মিত্রের সহযোগিতায় সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দুইটি রাস্তা মিলে ১ কোটি ৮৩ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে ৯ ফিটের ১৮০০ মিটার রাস্তার ফিতে কেটে ও নারিকেল ফাটিয়ে নির্মাণ কাজের শিলান্যাস করলেন। দীর্ঘ প্রচেষ্টায় আবাসন ঘটলো এই রাস্তা পেয়ে। রাস্তার নির্মাণ কাজের শিলান্যাস করতে খুশী হয়েছি এলাকার সাধারণ মানুষজন।

এই বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন বুনিয়াদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কইল প্রাইমারি স্কুলের রাস্তার সমস্যার কথা মাথায় রেখে আজকে এখানে এসে একই সঙ্গে দুইটি রাস্তার শিলান্যাস করলাম। এইটা দুইটি রাস্তা ১ কোটি ৮৩ লক্ষ ৯৫ হাজার টাকা খরচে উত্তরবঙ্গ উন্নয়ন অধিদপ্তর তহবিল থেকে ৯ ফিটের ১৮০০ মিটার রাস্তার কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *