বুনিয়াদপুরে বেহাল রাস্তা সংস্কার করার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা, মহকুমা শাসকের আশ্বাসে উঠল আন্দোলন,

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

  গঙ্গারামপুর ১৮মে দক্ষিণ  দিনাজপুর :——––বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভের ডাক গ্রামবাসীদের। যদিও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের সহযোগিতায় রাস্তা অবরোধ করতে বাধা দেয়। তড়িঘড়ি গ্রামবাসীদের ডেকে নিয়ে আসা হয় মহকুমা শাসক দপ্তরে। বেহাল রাস্তার সংস্কারের দাবিতে মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন দিলেন গ্রামবাসীরা। গঙ্গারামপুর মহকুমা শাসক গ্রামবাসীদের সঙ্গে কথোপকথন করে একদিন পরে মহকুমা শাসক দপ্তরে গ্রামবাসীদের আসতে বলেন।

জানা গিয়েছে,বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড কইল পুরান পুকুর যাবার ৫০০ মিটার রাস্তা দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।  ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ, বহুবার বহু জায়গায় জানানোর পরও কোন সুরাহা মেলেনি। এই রাস্তা নিয়ে বহুবার নেতারা ভোট প্রচারে গিয়েই এই রাস্তা করে দেওয়া হবে বলে আশ্বাস দেন। কিন্তু ভোট পার হয়ে যাবার পর সেই রাস্তা এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি।এই রাস্তা দিয়ে কইল প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আইসিডিস সেক্টরও রয়েছে। এই রাস্তা দিয়ে পুরানপুকুর, পালপাড়া, আদিবাসী পাড়ার সমস্ত মানুষ সেই রাস্তা দিয়েই যাতাযাত করেন। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু কাঁদা অতিক্রম করে কইল প্রাইমারি বিদ্যালয়ে যেতে হয় স্কুল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে গ্রামের বাসিন্দাদেরও। সামান্য বৃষ্টিতেই সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হয় বলে গ্রামবাসীদের অভিযোগ।

গ্রামবাসীদের অভিযোগ যদি ভোটের আগে এই রাস্তা না করা হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন করবো ও রাস্তা অবরোধ করবো। তা না হলে সকল গ্রামবাসী ভোট বয়কটেও যেতে বাধ্য হব। বৃহস্পতিবার বেলা দুইটা নাগাদ শতাধিক ক্ষিপ্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে গঙ্গারামপুর মহকুমা শাসক অফিস চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। কিন্তু গ্রামবাসীদের রাস্তা অবরোধ করতে বাধা দেন মহকুমার শাসক দপ্তরের আধিকারিকরা। তড়িঘড়ি গ্রামবাসীদের ডেকে নিয়ে আসা হয় গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তর অফিসে।                                              গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরের আধিকারিক পি প্রমথ গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। গ্রামবাসীদের একদিন পরে আবারো মহকুমা শাসক দপ্তরে ডেকে পাঠিয়েছেন অতি দ্রুত রাস্তা করে দেবার আশা দিয়ে।

এবিষয়ে ক্ষিপ্ত গ্রামবাসী মাথুরা বিবি, বিজয় হাঁসদা ও মোস্তাফিজুর রহমান বহু বছর ধরে কইল যাবার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার বহু জায়গায় জানানোর পরও মিলেনি কোনরকম সুরাহা। ভোট আসলেই নেতারা এই রাস্তা করে দেবার আশ্বাস দেন কিন্তু ভোট পার হয়ে গেলে সেই রাস্তার কোনো ব্যবস্থা নেন না। তাই বাধ্য হয়ে আজকে আমরা এসডিও অফিসের সামনে এসে রাস্তা অবরোধ করতে চেয়েছিলাম। আধিকারিকরা আমাদের মহকুমা শাসক দপ্তরে ডেকে নিয়ে আসেন। একদিন পরে আবারো আবারো কুমার শাসক দপ্তরে ডেকে পাঠিয়েছেন রাস্তা করে দেবার আশ্বাস দিয়ে।

এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন আমাদের এই রাস্তা কতটা প্রয়োজন তা আমরা আগে থেকেই জানি। ২০২১ সালে এই রাস্তা করে দেবার কাগজ জমা দেওয়া হয়েছে। অতি দ্রুত এ রাস্তা করে দেওয়া হবে। আমরা যথা স্বার্থ চেষ্টা করেই চলেছি এই রাস্তাটি অতি দ্রুত করে দেওয়ার জন্য।

এই রাস্তার ঘটনা নিয়ে সোরব হয়েছেন সিপিএম ও বিজেপি নেতারাও।                                       এই বিষয়ে বিজেপি নেতা সঞ্জীব দাস ও সিপিএম নেতা সুকুরুদ্দিন আহমেদ জানিয়েছেন তৃণমূল সরকার শুধু ভোটের আগে মিথ্যে আশ্বাস দিয়ে থাকেন। তারি জলজ্যান্ত প্রমাণ নয় নাম্বার ওয়ার্ডের কইল যাবার রাস্তা। গ্রামবাসীদের উদ্দেশ্যে জানায় যারা গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসবে তাদেরকেই ভোট দিন।                  গঙ্গারামপুরে মহকুমা শাসক দ্রুত রাস্তা তৈরি করার আশা দিয়েছে

এখন দেখার এটাই কত দিনে ওই এলাকার গ্রামবাসীদের সমস্যা সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *