দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে রয়েছে ইলেকট্রিক দপ্তরের ডিভিশনাল অফিস। ইলেকট্রিক বিল জমা দিতে আসার পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানের জন্য প্রতিদিন প্রচুর মানুষ এই অফিসে ছুটে আসেন। বৃস্পতিবার বেলা ৩ টা নাগাদ ইলেকট্রিক অফিসের সামনে বিষাক্ত সাপ দেখা যায়। খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের। বন দপ্তরের আধিকারিকরা ছুটে এসে ইলেকট্রিক অফিসের সামনে জঙ্গল থেকে দুইটি বড়ো বড়ো সাইজের বিষাক্ত সাপ উদ্ধার করেন। সেই দৃশ্য দেখে কিছুটা আতঙ্কিত হয় এই দপ্তরের আধিকারিকরা ও গ্রাহকরা। সরকারি অফিসের চারপাশে বহু জঙ্গল রয়েছে। সরকারি অফিসের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এরকম বিষাক্ত সাপ থাকতে পারবে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বহু গ্রাহক এই অফিসে ছুটে আসে। ছোট বাচ্চাদের কথা ভেবে অন্তত পক্ষ সরকারি অফিস চত্বর পরিষ্কার রাখা উচিত বলে এক গ্রাহক জানিয়েছেন।
এই বিষয়ে ইলেকট্রিক বিল জমা দিতে এসে বলেছেন আমি ইলেকট্রিক বিল জমা দিতে এসেছি। এসে দেখছি দুইটি বড়ো বড়ো বিষাক্ত সাপ বেরিয়েছে। যদিও সাপ দুইটিকে উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকরা। তবে সরকারি অফিস পরিষ্কার রাখা টা খুব দরকার।

