১৭ই আগস্ট গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর :——-—- বাংলাদেশে পাচারের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৬০০বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ সহ এক টোটো চালককে গ্রেফতার করেছে।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকায়।গঙ্গারামপুর থানার রথিনাথপুর এলাকার বাসিন্দা টোটো চালক সেই নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ কার কাছ থেকে নিয়েছে ও কোথায় কার কাছে দিতে হবে তাদের নামও পুলিশের কাছে জানিয়ে ঘটনার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, বুধবার রাতে গঙ্গারামপুর হাইরোডের দিক থেকে একটি টোটোতে করে পেটির মধ্য বাধা অবস্থায় টোটোতে থাকা ৬০০বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ বাংলাদেশের পাচার করার জন্য একটি টোটো চালক কেশবপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।সে খবর আইসি জানতে পেরেই থানা পুলিশের কাজে সেই সময় দায়িত্বে থাকা এসআই সমীর কর্মকারকে একটি টিম তৈরি করে দিয়ে উদ্ধার করতে পাঠান।গঙ্গারামপুর থানায় আইসির নির্দেশ পেতেই সেই সময় থানার কাজে দায়িত্ব থাকা এসআই সমীর কর্মকার আগে থেকেই গঙ্গারামপুর চৌপতিতে টিম নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে ছিল। এসআই সমীরবাবু বিষয়টি জানতে পেরে গঙ্গারামপুর থানার কেশবপুরে এসে টোটো চালককে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া ওই টোটো চালকের নাম রেজাউল মিয়া,তার বাড়ি গঙ্গারামপুর থানার রথীনাথপুরে।তার টোটোর মধ্যে থেকেই ৬০০বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশ পাচারের আগেই উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ।অভিযুক্ত টোটো চালককে জিজ্ঞাসা করতেই তিনি পুলিশকে জানান,স্থানীয় গঙ্গারামপুর এলাকার একটি জায়গা থেকেই সেই নিষিদ্ধ কাফ সিরাপ আনার জন্য গঙ্গারামপুর থানার মহাখোর এলাকার জৈনক বাসিন্দা তাকে তা আনতে পাঠিয়েছিলেন।তিনি টোটো চালক তা চালিয়েই তার সংসার চলে।এর থেকে আর বেশি কিছু জানেন না। গঙ্গারামপুর থানায় আইসি জানিয়েছে,গোপন সূত্রে খবর পেয়েই ৬০০বোতল নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ সহ এক টোটো চালককে গ্রেফতার করা হয়েছে।এই কাজে কারা আরো যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গঙ্গারামপুর থানা পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

