বুধবার বিকেলে মালদা জেলার মুচিয়া মহাদেবপুরে তৃণমূল সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক রোড শো এর আয়োজন করা হয় ৷যদিও এ রোড শো বেশিক্ষণ ধরে হয়নি |অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামে এবং রাস্তার দু ধারের জনসাধারণের সাথে কথা বলে ৷অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য রাস্তার দু’ধারে উপচে পড়েছিল ভিড় |

