বুধবার গভীর রাতে গঙ্গারামপুর থানার অশোগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাসেম মোড় এলাকায় একটি পুকুর থেকে বহু টাকার মাছ চুরি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।থানায় হল লিখিত অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৭ই আগস্ট দক্ষিণ দিনাজপুর :———– পুকুরে বহু টাকা মাছ চুরি করার ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেম মোড় এলাকায়।পুকুর মালিকের দাবি, প্রায় দশ কুইন্টাল বিভিন্ন ধরনের মাছ চুরি করেছে বালুরঘাটের এক কুখ্যাত চোর, যা চুরি করতে এসে রেখে যাওয়া তার মোবাইল ফোন থেকেই বিষয়টি জানতে পেরেছেন বলে পুকুর মালিকের দাবি। সে বিষয়ে পুকুর মালিক গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বৃহস্পতিবার সকালে।পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থানার অশোক গ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেম মোড় এলাকার বাসিন্দা পুকুর মালিক মেচাহার মিয়ার অভিযোগ, কাশেমমোড় এলাকাতে তার রয়েছে একটি তিন বিঘার বিরাট আকারের পুকুর। সেখানে রুই কাতলা ,চিতল সহ বহু টাকার মাছ সেই পুকুরে তিনি চাষাবাদ করছেন বলে দাবি করেন। তার অভিযোগ, বুধবার গভীর রাতে বালুঘাট থানার খিদিপুর এলাকার বাসিন্দা, দুষ্কৃতী বাসুদেব হালদার ওই এলাকায় থাকা পুকুরে লোক নামিয়ে প্রায় দশ কুইন্টালের উপরে মাছ চুরি করে নিয়ে যায়।সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান একটি মোবাইল ফোন পড়ে আছে। সেই মোবাইলের সূত্র ধরে তার নাম তিনি জানতে পারেন বলে গঙ্গারামপুর থানায় বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পুকুর মালিক । অশোগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেম মোড়ে এলাকার বাসিন্দা পুকুর মালিক মেচাহার মিয়ার অভিযোগ, গভীর রাত্রে লোকজন নিয়ে সে বালুঘাট থানার খিদিরপুর এলাকার বাসিন্দা বাসুদেব হালদারের নেতৃত্বে বহু টাকার মাছ চুরি করে নিয়ে যায় চোর দুষ্কৃতিকারী। পুলিশের লিখত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ব্যবস্থা নেক সেই দাবি জানাই। গঙ্গারামপুর থানার পুলিশ লিখিত কিছু পাওয়ার পরে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেমমোড় এলাকা থেকে গঙ্গারামপুর থানা এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *