গঙ্গারামপুর – বিষ খেয়ে আত্মঘাতী হল এক নবম শ্রেণীর ছাত্রী । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকার। ওই কিশোরীকে হাসপাতাল পরিবারের লোকজন ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে মৃত ওই ছাত্রীর নাম নাম সুমনা রায় (১৫) বাড়ি – কাটাবাড়ি এলাকায়। মৃতের পরিবার সূত্রের খবর পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পরিবারের সবার অলক্ষে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে । ঘটনার বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।
এ বিষয়ে স্থানীয় এলাকার এক বাসিন্দা এমাজ উদ্দিন মিয়া জানিয়েছেন ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজনদের পাশে দাঁড়ানো হয়েছে।আমরা সকলেই মর্মাহত।
গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি বালুঘাট মর্গে
পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। মেতের পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

