বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত জল পানের অযোগ্য হয়ে উঠায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ২৬ শে মে,—————–
আমরা প্রত্যেকেই জানি যে জলের অপর নাম জীবন। অথচ সেই জল
বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত জল পানের অযোগ্য হয়ে
উঠায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।জানা গেছে,বিগত তিন দিন ধরে মানিকচক ও ইংরেজ বাজার ব্লকের সাধারণ মানুষজন।
বিশেষ করে মিল্কি ,শোভানগর, গোপালপুর সহ বিভিন্ন
এলাকার মানুষেরা এই দুর্গন্ধযুক্ত আর্সেনিক মুক্ত জলের কারণে অতিষ্ঠ হয়ে পরেছে।
এমনকি অনেকেই আতঙ্কিত এই কারণে ,যদি
এই জল পান করে কারও কিছু হয়ে যায়।তার দায় কে নেবে?মানিকচকের
শংকরটোলা থেকে বিভিন্ন এলাকায় আসা
আর্সেনিক মুক্ত জলে প্রচণ্ড দুর্গন্ধের কারণে
জল খেতে পারছেন সাধারণ মানুষ।
সেই সঙ্গে নিয়মিত অন্তত দুই বেলাও জল ঠিকঠাক
আসে না।তাই তাদের দাবি অবিলম্বে দুর্গন্ধ মুক্ত
পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে ও নিয়মিত ভাবে প্রতিটি এলাকায় প্রতিদিন জল সরবরাহ করতে হবে।
তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,
এই পঁচা দুর্গন্ধ যুক্ত জল পান করে কারও কিছু হলে সংশ্লিষ্ট দপ্তর কে তার জন্য দায়ী থাকতে হবে।
ইতিমধ্যে তারা PHE ,প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েছেন ,অথচ তিনদিন ধরে সমস্যার এখনো সমাধান না হওয়ায় অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *