উল্লেখ্য প্রতিবছর এই দিনে রাজ্য তথা জেলার প্রতিটি জায়গায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। সেই লক্ষ্যেই আজকে বংশীহারী থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী দিবস পালন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার পুলিশ আধিকারিকেরা,সঙ্গে আবগারি দপ্তরের কর্মীরা ও সিভিক ভলেন্টিয়াররা। এদিন তারা হতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে গোটা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে মাদক মানুষের জীবন কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দেয় সেই বিষয়ে সচেতন করেন। বংশীহারী থানার পুলিশ জানিয়েছেন এখন যুব সমাজ বেশিরভাগই প্রায় নেশা আসক্ত হয়ে পড়ছে। আগামী দিনে যাতে যুবসমাজ নেশা সত্য না হয়ে সুস্থভাবে জীবন যাপন করতে পারে সেই লক্ষ্যে মাদক বিরোধী দিবস পালন করা হলো।
এই বিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিত সরকার জানিয়েছেন,আজকে আমরা প্রতি বছরের মতো এবছরও মাদক বিরোধী দিবস পালন করলাম। যা আগামী দিনেও করা হবে।

