বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মাতৃ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আল আমীন মডেল মিশন এর পক্ষ থেকে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

প্রতি বছরের মত এই বছরও সরকারি রেজিস্ট্রার প্রাপ্ত আল আমীন মডেল মিশনের পক্ষ থেকে ৫ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও মাতৃ সম্মেলন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। পাশাপাশি সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ হিসেবে মাতৃ সম্মেলন উদ্‌যাপন হয়ে থাকে। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদ্‌যাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্‌যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। এই দিনের এই অনুষ্ঠানে আল-আমীন মডেল মিশনের ছাত্র-ছাত্রীদের সমস্ত মায়েদেরকে নিয়ে করা হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচনা করা হয় পরিবেশ দিবস ও মাতৃ সম্মেলন নিয়ে। পাশাপাশি আল আমীন মডেল মিশনের ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবেশ বাঁচাও নিয়ে গান ও নৃত্য পরিবেশন করে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আমীন মডেল মিশনের ছাত্র ছাত্রীদের প্রায় ৩০০ জন মায়েরা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল আমীন মিশন উত্তরবঙ্গ জোনের চেয়ারম্যান মাইনুদ্দিন আহম্মেদ। এলাকার বিশিষ্ট ব্যক্তি আজগর আলী, আব্দুল বাসেত, ডাক্তার সাবের আলী, আল আমীন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান শেষে সকলের হাতে তুলে দেওয়া হয় প্রায় ৩০০ চারা গাছ।

এই বিষয়ে আল আমীন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার জানিয়েছেন প্রতি বছরের মত এ বছরও আল আমীন মডেল মিশনে পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস ও মাতৃ সম্মেলন অনুষ্ঠান করা হয়। এই দিনে মিশনে ছাত্রছাত্রীরা পরিবেশ বাঁচাও নিয়ে গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান শেষ মিশনের ছাত্রছাত্রীদের মায়েদের সহ অনুষ্ঠানে আগত সবাইকে প্রায় ৩০০ চারা গাছ বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *