এদিন বিকালে গঙ্গারামপুর কালদীঘি থেকে ভারত জাকাত মাঝি গঙ্গারামপুর সংগঠনের তরফে আদিবাসী ভাষা বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়,যে শোভাযাত্রাটি গঙ্গারামপুর শহর পরিক্রমা করে কালদীঘিতে এসে শেষ হয়,কালদীঘি এলাকায় মঞ্চ তৈরি করে সংগঠনের তরফে সাঙ্কৃতিক অনুষ্ঠান করা হয়,
পাশাপাশি এলাকার দুঃস্থ আদিবাসী সম্প্রদায় সমাজের মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয় এদিন।আদিবাসী সংগঠনের তরফে প্রায় ২০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে দাবি উদ্যোক্তাদের।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি অরুণ হাসদা,স্থানীয় আদিবাসী ক্লাব সভাপতি রাজেশ কিস্কু,সহ সভাপতি মুকুল কিরকি,সদস্য বাদল টুডু,অপূর্ব মুর্মু ,তুষার টুডু সহ আদিবাসী সমাজের বিশিষ্ঠ জনেরা।

