গঙ্গারামপুর,১৬ সেপ্টেম্বর :—————–—
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার জলকুড়িয়া কলোনীতে শুক্রবার রাতের অন্ধকারে জুয়াড় আসর বসে। গোপন সূত্রে জুয়াড় আসর বসার খবর পায় গঙ্গারামপুর থানার পুলিশ। রাতে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জলকুড়িয়া কলোনীতে জুয়াড় আসরে হানা দেয়। হানা দিয়ে পুলিশ তিন জুয়াড়ি কে গ্রেপ্তার করে। উদ্ধার করে প্রায় ১৬ হাজার টাকা বোর্ডম্যানি। পাশাশাশি ঘটনা স্থল থেকে দুটি মোটর বাইক,সাত মোবাইল উদ্ধার করে। এদিন ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
গঙ্গারামপুর থানার পুলিশ জুয়াড় বিরদ্ধে লাগাতর অভিযান চলবে।

