হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১৯ -ই এপ্রিল:————- দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পক্ষ থেকে এদিন হরিরামপুর এলাকায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন প্রায় (১১টি )মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় । যেখানে উপস্থিত ছিলেন হরিরামপুরের থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর থানার বড়বাবু শুভঙ্কর চক্রবর্তী , এস আই শরৎচন্দ্র দাস , এস আই জাহান্দার আলম, এএস আই জিয়াউল হক, এএসআই পার্থ দাস সহ আরো অন্যান পুলিশ অফিসারেরা উপস্থিত ছিলেন এদিন। হারিয়ে যাওয়া মোবাইল গুলি ফিরে পেয়ে খুশি হয়েছেন মোবাইল সমস্ত মালিকেরা।
এবিষয়ে হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির লিখিত অভিযোগ পেয়েছিলাম। আজ সেই ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো হরিরামপুর থানার পক্ষ থেকে।

