তপন : বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ এই কর্মসূচি করা হয়। এদিন প্রথমে সংগঠনের তরফে একটি মিছিল তপন চৌরঙ্গী হয়ে তপন বিডিও অফিসে এসে হাজির হয়। এরপর বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা। তপন ব্লকের বিডিও মাধ্যমে রাষ্ট্রপতির নিকট দাবি গুলি পাঠানো হয় বলে সংগঠনের তরফে জানা যায়।
জানা গিয়েছে, ২০২৩-এ সারণা ধর্ম কোড দিতে হবে, নিতে হবে এই দাবিতে, মারাং বুরু কে ফিরিয়ে দেওয়ার দাবিতে, তপন ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকার রাস্তা এবং পানীয় জলের সুবিধার দাবি সহ একাধিক দাবিতে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি।
যেখানে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি, জেলা সেঙ্গেল পরগনা বিক্রম মুর্মু, তপন ব্লক সভাপতি দীপক হাসদা সহ অন্যান্যরা।

