মালদা:—————- ঘটনাটির কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার নুরপুর অঞ্চলের ব্রাহ্মণগ্রাম এলাকায়। ঘটনার পুলিশ গৃহবধূর দেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্ত মহিলা ও তার পরিবারের লোকজন পলাতক। মৃত গৃহবধূর নাম চুমকি ঘোষ সরকার(২০)। স্বামীর সুমিত সরকার ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত। শশুর শাশুড়ির সাথে থাকতেন এই গৃহবধূ। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, পাশের বাড়ির এক মহিলা ছায়া ঘোষের সাথে তাদের মৃতার স্বামীর বিবাহের আগে অবৈধ সম্পর্ক ছিল।তবে এই সম্পর্ক দূরে সরিয়ে গত দুইমাস আগে অনুষ্ঠান করে বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা চুকমি ঘোষের সাথে বিবাহ হয়। তবে এই বিবাহের পর গ্রামের ওই মহিলা কোনভাবে সুমিত সরকারের সাথে সম্পর্কে বিচ্ছেদ মেনে নিতে চাইছেন না। বিভিন্নভাবে গৃহবধূর ওপর আক্রমণ চালাচ্ছিলেন ওই মহিলা। শুক্রবার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। অভিযোগ এই ফাঁকা বাড়ির সুযোগে গৃহবধূকে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। গোটা ঘটনাই মহিলা ছায়া ঘোষের ও তার পরিবারের উচিত শক্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অভিযোগ পেলে সে বিষয়ে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে মানিকচক থানার পুলিশ।

