মালদা, ৮ এপ্রিল । বিপুল পরিমাণে উৎপাদন হয়েছে আলুর। কিন্তু সেই তুলনায় মিলছে না দাম। যার ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন মালদার গাজোল ব্লকের আলু চাষিরা। অনেক চাষিরাই বিভিন্নভাবে ঋণ নিয়ে আলু চাষ শুরু করেছিলেন। অনুকূল আবহাওয়ার কারণে এবছর মালদায় বিপুল পরিমাণ উৎপাদন হয়েছে আলুর। আর বেশি আলু ফলনের জেরেই দাম কমে গিয়েছে। ন্যায্য দাম পেতে এখন দিশেহারা অবস্থা চাষিদের। এব্যাপারে প্রশাসনের কাছে সহায়ক মূল্যে আলু কেনার আবেদন জানিয়েছেন চাষীরা।
গাজোলের আলু চাষি বীরেন রায়, নন্দন সরকার, উৎপল রায়দের বক্তব্য, আলু চাষ করতে প্রায় বিঘা প্রতি তাদের খরচ পড়েছে ২১ থেকে ২২ হাজার টাকা।সেই হিসাবে বাজারে ও হাটে ন্যায্য আলুর দাম পাচ্ছেন না তাঁরা । বর্তমান বাজারে ৪ টাকা থেকে ৫ টাকা কিলো হিসাবে পাইকারি আলুর দাম মিলছে। পাশাপাশি ৪০০ টাকা থেকে ৫০০ টাকা কুইন্টাল দরে আলু বিক্রি হচ্ছে। তাই তাদের আলু বিক্রি লাভের কোন অংশই উঠে আসছে না। পাশাপাশি সার , বীজের দামও ঊর্ধ্বমুখী । অনেক আলু চাষিরা ঋণের ওপর টাকা নিয়ে আলু চাষ করেছিলেন। কিন্তু বাজারে বিপুল পরিমাণ আলু উৎপাদন হওয়ায় এখন পাইকারদের কাছে সঠিক মূল্য মিলছে না। খুব কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে। এই নিয়েই চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে চাষীদের মধ্যে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গাজোল ব্লকের আলু চাষীরা।

