বিজেপি ও তৃণমূলকে সরাসরি আক্রমণ করলেন হরিশ্চন্দ্রপুর কংগ্রেস নেতৃত্ব

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বিজেপি ও তৃণমূলকে সরাসরি আক্রমণ করলেন হরিশ্চন্দ্রপুর কংগ্রেস নেতৃত্ব। এদিন একটি সাংবাদিক বৈঠক করে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটি। সাংবাদিক বৈঠকে দুই নম্বর ব্লকের কংগ্রেস নেতা জিয়াউর রহমান চৌধুরী আক্রমণের সুর এলাকার বিজেপি এবং তৃণমূল নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে ন। তিনি তীব্র কটাক্ষের সুরে বলেন গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় তৃণমূল কংগ্রেস নেতারা একের পর এক দুর্নীতি করে চলেছেন। হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকের বন্যার্তান কেলেঙ্কারি নজির বিহীনভাবে সামনে এসেছে। প্রকৃত উপভোক্তা রা বন্যায় ক্ষতিপূরণ টাকা পাননি। এছাড়াও এলাকায় কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক প্রকল্পে তৃণমূল নেতারা লাগাদার দুর্নীতি করে চলেছে। রাজ্যজুড়ে একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে চলে আসছে তৃণমূলের সরকারের। মানুষ সবই দেখছে। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর এলাকার বিভিন্ন গ্রামে পানীয় জলের পাইপ লাইনের কাজ শেষ হয়ে গেল কয়েক বছর কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিত পানীয় জল পাননি গ্রামবাসীরা। গ্রামের ভিতরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে রাস্তাঘাট প্রচুর খারাপ। আর তৃণমূল নেতারা এলাকায় দালালি করে বেড়াচ্ছে।
পাশাপাশি এদিন তিনি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র কটাক্ষ করেন। সাংবাদিকদের সামনেতিনি বলেন বিজেপি সারা ভারত বর্ষ জুড়ে বিভাজনের রাজনীতি শুরু করেছে। দেশের প্রধানমন্ত্রী একসময়ের ভারতবাসীকে নানারকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে আসার আগে তিনি বলেছিলেন দেশের দুর্নীতি দূর করবেন কালো ধন ফিরিয়ে আনবেন এবং প্রত্যেক ভারতবর্ষের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা পর্যন্ত দেবেন। কিন্তু কোথায় কি। তিনি জাতপাতের রাজনীতি নিয়ে ব্যস্ত।
পাশাপাশি এই সাংবাদিক সম্মেলনে জিয়াউর রহমান চৌধুরী জানান রাজ্যের তৃণমূল এবং বিজেপি দুই ভাই। এরা ভিতরে ভিতরে মিলিতভাবে রাজ্যের জনগণকে নিষ্পেষিত করে চলেছে। আমরা কংগ্রেস দল বরাবর সাধারণ মানুষের পাশে থেকে এসেছি। এলাকায় এত বড় বন্যা ত্রাণ কেলেঙ্কারি হয়েছে, আমরাই প্রথম সেটা আদালতের মাধ্যমেসবার সামনে নিয়ে এসেছি। মানুষ সবই দেখছে আগামী নির্বাচনে তারা এই দুই দলের বিপক্ষেই ভোট দান করবে।
অন্যদিকে কংগ্রেসের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান। তিনি জানান এলাকায় কংগ্রেস ের পায়ের নিচে মাটি সরে গিয়েছে। তাই তারা ভুলভাল বকছে। এদের দাবির কোন গুরুত্ব নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে রয়েছে। আগামী দিনেও তারা তৃণমূলকে জয় যুক্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *