বিজেপিকে ভোট দিয়ে লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা গেলে তা ফেরানোর দায়ীত্ব সুকান্তর। তৃণমূল কে চ্যালেঞ্জ করে প্রচার সভা থেকে হুশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ৪ জুলাই:—- বিজেপিকে ভোট দেবার জন্য লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা গেলে তা ফেরানোর দায়ীত্ব সুকান্ত মজুমদারের। দক্ষিন দিনাজপুরে কুশমন্ডির সীমান্ত লাগোয়া উদয়পুর গ্রামে প্রকাশ্য সভা থেকে এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার দুপুরে সীমান্ত লাগোয়া ওই গ্রামে গিয়ে প্রার্থী পরিচয় করবার পাশাপাশি বেশ কয়েকজন দলত্যাগী লোকজনকে বিজেপির ঝান্ডাও ধরিয়েছেন রাজ্য সভাপতি। যেখানে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী সহ বিজেপি প্রার্থীরা। যেখানে বক্তব্য রাখতে উঠেই সুকান্ত বলেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক তৃণমূল নেতাই এখন গ্রামে গ্রামে সাধারণ মানুষ কে হুমকি দিচ্ছে । বিজেপিকে ভোট দিলেই লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা যাবে এমনটাও বলছেন তারা। যে প্রশ্নের উত্তরেই এদিন সুকান্ত জানিয়েছেন, বিজেপিকে ভোট দিয়ে যদি কারো লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা পড়ে তবে তার নাম ফেরানোর দায়ীত্ব নেবে সুকান্ত মজুমদার। আদালতে নির্বাচন নিয়ে যেমন রোজ থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার, ঠিক সেভাবেই এই লক্ষ্মীর ভান্ডার নিয়েও থাপ্পড় খাবে এই সরকার। একইসাথে এদিনের সভা থেকে তিনি আরো বলেন, কুশমন্ডির একজন চাকরি চোরের নাম এখন গোটা রাজ্যে খ্যাত হয়ে গেছে। রাজ্যের চাকরি দুর্নীতিতে শান্তনু, সায়নী সহ যাদের নাম উঠে এসেছে তাদের ঘনিষ্ঠ কুশমন্ডির ওই তৃণমূল প্রার্থী। যিনিই এবার জেলা পরিষদের প্রার্থী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *