পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে এক বাসের ড্রাইভার খালাসিকে ও বাস কন্টাকটার কে মারধর এলাকার দুষ্কৃতীরা। তাই বাসকর্মীরা বাস বন্ধ রেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলে সরব হয়। এই ঘটনার ফলে দূর দূরান্তের যাত্রীরা ভোগান্তির শিকার হয়। যদিও স্থানীয়দের বা টোটো চালকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায়। জানা যায় বাস ড্রাইভারের নাম সুধীর মৃধা |তার মাথায় চোট লাগায় তাকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় | সেই মারধর থেকে বাদ পড়েনি বাসের খালাসি পিংকু মন্ডল ও বাসের কন্টাকটার মিঠুন দাস

