মালদা:–সোমবার সন্ধ্যায় হবিবপুর থানার আইহো সোনামণি তলায় বাসন্তী পুজো উদ্বোধন করলেন । জানা গেছে ৫০ বছর পূর্ণ হল এবার আয়ুষ সোনামণি তলার বাসন্তী পুজো যথাযথ মর্যদার সাথে পালিত হচ্ছে বাসন্তী দুর্গাপুজো।সোমবার সন্ধ্যা নাগাদ পুজো মন্ডপে অনুষ্ঠিত হয় উদ্ধোধনী অনুষ্ঠান।এদিন উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান আমি চলে উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্য পুজ কমিটির সদস্য সহ অনান্যরা।এদিন অনুষ্ঠানিকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে উদ্ধোধন করেন কৃষ্ণেন্দু নারায় চৌধুরী।পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই।
Progestin-only pills, likewise known as tonerin mini-pills, do not contain estrogen.

